9:40 pm, December 23, 2024

মধুপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মধুপু‌র উপজেলায় পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কে মধুপুর উপজেলার কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনাটি ঘ‌টে।

এতে মোটরসাইকেল‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায় এবং পিকআপ‌ভ্যানটি সড়‌কের পা‌শে উল্টে যায়।

নিহতরা হলেন– শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২২) এবং টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৯)।

নিহত হাবিব মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণ বা‌ড়ি মস‌জি‌দে ইমামতি কর‌তেন। সিরাজ একই মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয়রা জানান, দুই জন মাদ্রাসাশিক্ষার্থী পড়া‌শোনার পাশাপা‌শি মস‌জি‌দে ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থে‌কে তারা মোটরসাইকেলে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন।

সে সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকে‌লে থাকা দুই জন গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে মৃত্যু হয়।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে মৃত্যু হয়। পিকআপভ্যনটি জব্দ করা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে‌ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img