9:48 pm, December 23, 2024

ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে যুবকের জেল

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন (৪১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। আটক ফারুক ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি নিয়মনীতির তোয়াক্কা না করে বনবিভাগের জায়গার মাটি কেটে আসছেন। এমন কি প্রশাসনকে নানা ভাবে কটুক্তি করেন তিনি।

পরে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পাহাড়ের লাল মাটি কাটার দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img