প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুরে বৌদ্ধ ধর্ম ছেড়ে কালিমা পড়ে এক পরিবারের ৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
শুক্রবার মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্বে খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফীর কাছে কালিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন- রুপম চাকমা (৪০) নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্, তাঁর স্ত্রী ছবিরানী চাকমা (৩৯) নতুন নাম আমেনা বেগম, মেয়ে সোনালী চাকমা (১৮) নতুন নাম মাফুজা আক্তার (১৮), ছেলে সীমান্ত চাকমা (৭) নতুন নাম সাজেদুল ইসলাম।
জানা গেছে, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা রুপম চাকমা, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ চারজন ঢাকা নোটারী পাবলিক কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা নিবন্ধন সম্পন্ন করেন।
পরে পবিত্র কালিমা পাঠ করে ইসলামী শরিয়তের নিয়ম অনুসারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা নাম পরিবর্তন করে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফীর কাছে কালিমা পড়েন।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ বাবরসহ তিন সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। ধর্মান্তরিত আবদুল্লাহ্ পরিবারের সকলকে নিয়ে উপজেলার কুরনী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ্ বলেন, আল্লাহর অনেক রহমত। তাই আমি বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি। পাশাপাশি আমার সঙ্গে আমার পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।