9:35 pm, December 23, 2024

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রবাহ ডেস্ক :

৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দিবো না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেবো।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেয়া হয়েছে। অনেকেই হাতকড়া পড়ে পিতা মাতার জানাযায় অংশ নিয়েছে। আমাদের নেতা কর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকারি হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি ককের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে।

এ সব কিছু জবাব দেয়া যাবে ৩১ দফা বাস্তাবায়নের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনাদের অধীস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোন অপকর্ম করতে না পারে।

কারন আপনার বিএনপির সংসদের সদস্য আপনারা। সকলের দায়িত্ব যা আছে তা খুব গুরুত্বপূর্ণ। যে কাজ গুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সে দকে খেয়াল রাখতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

কর্মশালায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এতে প্রায় দেড় সহশ্রাধিক নেতা কর্মী অংশ নেয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img