প্রবাহ ডেস্ক :
তাবলীগ জামায়াতের দু’পক্ষের সংঘর্ষে ইজতেমা ময়দানে ৩ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মধুপুর উপজেলা তাবলীগ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে শেষ হয়।
পরে মধুপুর উপজেলা তাবলীগের জিম্মাদার মাওঃ সোলাইমান কাসেমীর সভাপতিত্বে আনারস চত্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আঃ রউফ, মাওঃ আঃ মোমিন, মুফতি আনোয়ার হোসেন, মাওঃ আবু তাহের প্রমূখ।
বক্তারা বলেন, যারা রাতের অন্ধকারে মুসুল্লিদের উপর হামলা চালিয়ে নির্মম ভাবে তিন জনকে হত্যা এবং শতাধিক মুসুল্লিদের আহত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।