8:26 pm, December 23, 2024

টাঙ্গাইলে ঘন কুয়াশায় মহাসড়কে যান চলাচল ব্যাহত

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় শীতের প্রকোপ এবং ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। রোববার ভোরেও কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। ভোর থেকে সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। দিনের আলো বাড়তে থাকলেও ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে মহাসড়কসহ জেলার বিভিন্ন এলাকা।

জানা যায়, কিছু দিন আগেও তেমন শীত বা কুয়াশা উপলব্ধি হয়নি। তবে গত এক সপ্তাহের ব্যাবধানে দিনে ও রাতের তাপমাত্রা অনেকটা উঠা-নামা করছে। তবে গত দু’দিন থেকে শীত তীব্রভাবে জেঁকে বসেছে শহর থেকে গ্রামে। এ ছাড়া গতকাল রাত থেকে কুয়াশায় স্থবির হয়ে গেছে চারদিক।

এই কুয়াশার প্রচণ্ড প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে। ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা।

আজ রোববার (২২ ডিসেম্বর) ভোরে মহাসড়কে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ও ধীরগতিতে চলাচল করছে। এছাড়া ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর, দরিদ্র মানুষেরা। সকাল সকাল শীত উপেক্ষা করেই হেঁটে অথবা বাসে করেই কর্মস্থলে যাচ্ছেন তারা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, অন্য কয়েকদিনের তুলনায় আজ কুয়াশার তীব্রতা অনেকটাই বেশি। সড়কে পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। তবে আমরা সড়কে রয়েছি। দুর্ঘটনা এড়াতে সাবধানে ও ধীরে গাড়ি চালানোর জন্য সব পরিবহন চালককে নির্দেশনা দেয়া হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img