9:35 pm, December 23, 2024

জুবায়ের পন্থী বলায় সাংবাদিকের ওপর হামলা, আহত ৬

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে সংবাদের লাইভ চলাকালে ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় এক সাংবাদিকদের ওপর হামলা চালানো অভিযোগ উঠেছে।

তাকে উদ্ধারে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত (১৮ ডিসেম্বর) রাতে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে যান জুবাায়েরপন্থীরা।

এ সময় জেলা প্রশাসক ও এসপির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেন জুবায়েরপন্থীরা।

পরে বিকেল ৩টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন রিপাের্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার ওপর হামলা করেন অনুসারীরা।

এ সময় সোহেল তালুকদারকে উদ্ধারে এগিয়ে গেলে তাদের ওপর হামলা করে জুবায়েরপন্থীরা।

এ ঘটনায় আহত হয়েছেন তারা হলেন- ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা ও বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জলসহ ছয় সাংবাদিক।

এ বিষয়ে আহত ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদার জানান, আমি লাইভে শুধু জুবায়েরপন্থী বলছি। এতে ক্ষিপ্ত হয়ে জুবায়েরপন্থীরা সাংবাদিকদের উপর হামলা করে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ বলেন, ‍সাংবাদিকরা জুবায়েরপন্থীদের আমন্ত্রণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছিলেন।

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।


- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img