প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ছাত্রলীগের ওই নেতার নাম জিহক খান রুদ্র। তিনি আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সৈয়দপুর গ্রামের মৃত আজম খানের ছেলে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের আঁধারে সৈয়দপুর গ্রামের সহস্রাধিক জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটিতে বাঁশ দিয়ে আটকে দেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রাস্তা বন্ধের প্রতিবাদ ও অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে প্রায় সহস্রাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সরকারি এ রাস্তাটি দিয়ে প্রায় সহস্রাধিক লোকজনের চলাফেরা। ওই এলাকায় এক ইটভাটার মালিককের কাছে ছাত্রলীগের নেতা জিহক খান চাঁদা দাবি করেন। পরে টাকা দিতে অস্বীকার করায় রাস্তাটিতে বাঁশের বেড়া দেয়। এতে ওই গ্রামের বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ নেমে আসে।
এ বিষয়ে মির্জাপুর সার্কেলের এএসপি এইচ এম রেজওয়ান বলেন, বিষয়টি তিনি জানেন। রুদ্র বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।