8:57 pm, December 23, 2024

সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক-পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭ টায় সখীপুর উপজেলার বেড়বাড়ী, সকাল ৯ টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০ টায় কুতুবপুর এলাকায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানন, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।

অন্যদিকে, সোমবার সকাল ৯ টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়।

নিহত জয়েন উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো: গনি মিয়ার ছেলে।  

এ ছাড়াও সখীপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি সখীপুর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

এ বিষয়ে টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশ গুলো ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img