নাগরপুর প্রতিনিধি :
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
তার মুক্তির খবরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মিছিল করেছে উপজেলা বিএনপির যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজিয়া শপিং কমপ্লেক্স থেকে মিছিল শুরু করে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আলতাব হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক জি.এস ইকবাল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাসান জাকির, প্রচার সম্পাদক মো.সাইদুর রহমান, যুবদল নেতা শামসুল হক, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক মো.শফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।