5:40 pm, January 7, 2025

সৌদি পাঠানোর নাম করে টাকা আত্মসৎ, পাওনা টাকা উদ্ধারের দাবীতে মানববন্ধন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে আনুহেলা এলাকায় সৌদি আরবে পাঠানোর কথা বলে ৩২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎকারী আল আমিনের কাছ থেকে টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবার বর্গ। 

আজ বুধবার (১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার আনুহলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা বেগম,হালিমা বেগম, সোহরাব আলী, মাইনুদ্দিন, হুগরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজনু মৃধা, ইউপি সদস্য জমেলা বেগম, সাবেক পুলিশ কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্বা আব্দুর রশীদ প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, সৌদি আরবের কথা বলে ৮ জনের কাছ থেকে দশটি ব্লাংক চেক প্রদান করে ৩২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে আল আমিন নামে প্রতারক দালাল। আমরা এই আলামিনের বিচার চাই ও অতিদ্রুত এই টাকা গুলো ফেরত চাই। টাকা হাতিয়ে নেওয়া আল আমিন একজন প্রতারক দালাল।

আমরা এই আলামিনের বিচার চাই ও অতিদ্রুত এই টাকা গুলো ফেরত চাই। তারা আরো জানান, এই প্রতারক আলামিনের নামে ভুক্তভোগীরা টাঙ্গাইল সদর থানা একাধিক মামলা করলেও এখনো তাকে গ্রেফতার করেনি পুলিশ। 

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img