প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির ২০২৫ -২০২৭ সালের নির্বাচনে মনোনয়নপত্র আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকার মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীগণ।
আগামী রবিবার (১২ জানুয়ারি) এই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী গনের প্রার্থিতা প্রকাশ করা হবে।
এর পরে আগামী শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনটি দুইটি প্যানেলে মাধ্যমে অনুষ্ঠিত হবে। দু’টি প্যানেলে খন্দকার ইকবাল হোসেন ও শফিকুল ইসলাম (শফিক) প্যানেল ও টুটুল ও নিলুফা ইয়াসমিন (নিলু) প্যানেল। প্রতি প্যানেলে ৪৫ জন করে প্রার্থী থাকবে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনার এর কাছে মনোয়নপত্র জমা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শহীদুল ইসলাম রিপন, সহকারী নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।