2:13 pm, January 19, 2025

ঘাটাইলে দুই শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (৮ জানুয়ারি) সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী ও ঘাটাইলের পাকুটিয়া নামক স্থানে (২৩ ডিসেম্বর ২০২৪) সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী শিক্ষক পলাশ কর্মকার এর স্মরণে টাঙ্গাইলের ঘাটাইলে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নিহত শিক্ষকের তিন শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী (৫০) ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন, পলাশ কর্মকার (৪০) গৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুরুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া মুন্নি, ছামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ ।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img