11:51 pm, December 24, 2024

টাঙ্গাইলে কুরিয়ার সার্ভিস থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে একটি কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল সড়কের আদালতপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ১৬ বস্তা জব্দ করা হয়।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের ওই কাউন্টারে অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা।

এ সময় ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্র্যান্ডের নকল সিগারেট পাওয়া যায়।

তিনি আরো জানান, সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে পাঠানো হয়। সিগারেটগুলো টাঙ্গাইলের জব্বার নামের একজন রিসিভ করার কথা ছিল। কুরিয়ার থেকে তাদের কল দিলেও তাদের ফোনে পাওয়া যাইনি।

পরে সিগারেটগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, কাস্টমস কর্মকর্তারা সিগারেটগুলো জব্দ করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img