নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ এপ্রিল) সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকার ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মো. শুভ সরকার।
টুর্নামেন্টের উদ্বোধন করেন, ওয়াল্টন গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস.এম.জাহিদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসীম উদ্দিন, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ন শীল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ,শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্য বৃন্দ।