নাগরপুর প্রতিনিধি :
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের নাগরপুর দারুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ (৪৪) নিহত হয়েছেন।
নিহত হাবিবুল্লাহ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়নে বন গ্রামের মাওলানা মো: আবদুল হাই এর ছেলে।
পরিবার সূত্রে, মাওলানা মোঃ হাবিবুল্লাহ মেসবাহ গত শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১২ ঘটিকার সময় (বাংলাদেশ সময়) ওমরাহ পালনরত অবস্থায় মক্কা থেকে মদীনায় হিজরত করার সময় মদীনা থেকে ৬০ কিলোমিটার দূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি ওমরাহর কাফেলার মুয়াল্লিম ছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ সন্তান (২ ছেলে ১ মেয়ে), স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে নিজ জন্মস্থান ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।