11:25 pm, December 24, 2024

করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের ৬৮ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে করটিয়া হাটের আনছারী মার্কেটের দোতলায় এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গের আলীগঢ় খ্যাত সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।

আল আরাফা ইসলামী ব্যাংকের পিএলসি টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আফজাল হোসেন লাভলু।

বিশেষ অতিথির বক্তব্যকালে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, করটিয়া কাপড়ের হাট দেশের ঐতিহ্যবাহী একটি হাট।

এই হাট থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাপড়ের পাইকার আসে। এখানে একটি ব্যাংকের শাখা হবে এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল।

আজ এই ব্যাংকের শাখা স্থাপনের মধ্যে দিয়ে তাদের দাবি পূরণ হলো। আজকে এই ব্যাংক উদ্বোধনে থাকতে পেরে আমি অত্যান্ত আনন্দিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, করটিয়া হাটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিন্নাহ মিয়া, শহীদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াহেদুজ্জান চৌধুরী, ব্যবসায়ী শাহিন মিয়া, সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারীসহ আল আরাফা ব্যাংক হাট শাখার কর্মকতা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আল আরাফা ব্যাংকের করটিয়া হাট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুকতাদির।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img