প্রবাহ ডেস্ক :
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রাথমিক শিক্ষার ট্রেডগুলোও পর্যাক্রমে প্রত্যেকটি স্কুলে চালুর ব্যবস্থা করতে হবে এবং শিক্ষা দিতে হবে।
তাহলেই কিন্তু চাকরির বাজারে আমরা সুফল পাব।
শুক্রবার (৫ জুলাই) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কালিয়াকৈরে বঙ্গবন্ধু আইসিটি পার্ক তৈরি হচ্ছে।
যেখানে হাজার হাজার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
আমরা যদি নিজেদে সেই যোগ্য করে গড়ে তুলতে না পারি তাহলে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারব না।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাকিলা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।
শেষে জান মাহমুদাবাদ বিদ্যাধাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর খানকে সভাপতি ও এলাসিন নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।