প্রবাহ ডেস্ক :
ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে মানিককে বলতে শোনা যায়, প্রশাসনের ভয়ে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন।
ভিডিওতে দেখা যায়, কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় মানিক নিজের নাম-পরিচয় বলেন।
এ সময় কয়েকজন তাকে জিজ্ঞেস করেন, আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন? তখন বিচারপতি মানিক বলেন, ‘প্রশাসনের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম।’
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, সাবেক বিচারপতি মানিক সিলেটের জকিগঞ্জের সীমান্ত থেকে আটক হন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটকের সময় তার কাছ থেকে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, ডেবিট এবং ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।