প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইল ধনবাড়ি কল্যাণ সমিতি ডাঃ এ জেড খান জাহাঙ্গীর স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ধনবাড়ি কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন। তিনি ডাঃ খান জাহাঙ্গীর স্বরণে মূল্যবান বক্তব্য রাখেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, এডভোকেট ইলিয়াস হোসেন মনির, মেজর (অবঃ) মঞ্জুরুল হক, আবদুর রহমান, আতাউর রহমান, কৃষি ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, সরকারী কুমুদিনী কলেজের অধ্যাপক হাবীবুর রহমান ও আব্দুল আলিম প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আরিফুর রহমান রুবেল।