প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে শিল্পপতি মনির হোসেনের কাছে চাঁদা না পেয়ে তার বাসায় হামলা ও ভাংচুর করেছে টাঙ্গাইল শহর বিএনপির নেতা কর্মীরা।
গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের আদালত পাড়ায় ওই ব্যবসায়ীর বাসায় হামলা ও ভাংচুর চালানো হয়।
টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়।
পরে ঘটনার সংবাদ পেয়ে ভবনের ৫ম তলায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেনাবাহিনীর সদস্যরা মনির আহমেদের সাথে কথা বলেন।
ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিএনপি নেতা সবুজের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের দলটি ভবনে প্রবেশ করে। এর পর তারা ৫ম তলায় গিয়ে ওই শিল্পপতির ফ্ল্যাটে প্রবেশ করে। প্রায় ২০ মিনিট হামলা ও ভাংচুর শেষে ফ্ল্যাট থেকে বের হয়ে আসে।
ওই হামলার সময় সবুজের সাথে দেখাগিয়েছে- রোজ, নাইম, রুবেল, সুমন, সাথিল, রুমেল সাব্বির, জাহিদুর ও জুবায়ের আহমেদকে ফুটেজে দেখা যায়।
এ দিকে হামলার শিকার শিল্পপতি মনির হোসেন অভিযোগ করেন, কেন্দ্রীয় এক বিএনপি নেতা কয়েকদিন যাবত তার নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো।
কিন্তু আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই নেতার বাহামভূক্তরা হামলা চালিয়ে আমার বাসায় ভাংচুর চালায়।
এ সময় আমার বাসায় আগত অতিথিদেরও মারধর করে তারা। তাদের হামলায় আমার ভাগ্নি জামাই সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, মাসুম মিয়া ও আলম মিয়া আহত হয়। সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে।