প্রবাহ ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আয়োজিত শহিদি মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার পর থেকে এ কর্মসূচি সফল করতে ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দলে দলে রাজু ভাস্কর্যের সামনে আসতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়।
এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘শহিদি মার্চ’ কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়, “শহীদদের স্মরণে, ভয় করিনা মরনে,আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে,শহীদদের দেখা যায়,লাল সবুজের পতাকায় ” ইত্যাদি।
উদয়ন কলেজে শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান রাইজিংবিডিকে বলেন,আমরা কলেজ থেকে এখানে এসেছি বন্ধুদের সাথে নিয়ে। অনেক কষ্টের পর শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। তাদের স্মরণে আজ শহিদি মার্চ কর্মসূচিতে এসেছি আমরা।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী নুরুল আবেদীন নূর বলেন,আমাদের চেতনা এখন এই শহীদরা।তাদের স্মরণে আমরা শহিদি মার্চ কর্মসূচিতে এসেছি। পুরোটা রাস্তার তাদের স্মরণে, স্লোগানে মুখরিত করবো।
বেলা সাড়ে ৩টার দিকে শুরু হওয়া মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, সায়েন্সল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেইট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
বর্তমানে শহিদি মার্চ ধানমন্ডি পার হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হয়েছে বলে জানা গেছে।