11:58 pm, December 24, 2024

জাপার চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

প্রবাহ ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের মেইনরোড এলাকার জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক শরীফা হকের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, সহ-সভাপতি সৈয়দ শামছুদৌহা যুবরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মোল্লা, আহ্সান খান আছু প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img