12:01 am, December 25, 2024

প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

প্রবাহ ডেস্ক :

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।

মামলার অভিযোগে বলা হয়, এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী যাকে ২০১৮ সালে ১৭ নভেম্বর রাজধানী বাসাবোতে অবস্থিত তার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

তৎকালীন ডিবি অফিসার মসিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয়। হাত-পা, চোখ বেঁধে তাকে ডিবি অফিসে আটকে রাখা হয়। পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এই নয়দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়।

এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img