প্রবাহ ডেস্ক :
ভারতীয় হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্যতম একজন ভারতীয় অভিনেতা ফিরোজ খান ছিলেন, চলচ্চিত্র সম্পাদক, প্রযোজক এবং পরিচালক।
তিনি তার ঝকঝকে প্রাণবন্ত অভিনয়, ক্যামেরার সামনে নায়কশৈলী ব্যক্তিত্বের প্রকাশ এবং তার স্বতন্ত্রসূচক অভিনয় শৈলীর জন্য বিখ্যাত ছিলেন। তিনি ইস্ট ক্লিন্ট ইস্টউড এবং শিল্পের একজন স্টাইল আইকন হিসেবে পরিচিত।
ফিরোজ খান ১৯৩৯ সালের (২৫ সেপ্টেম্বর) ভারতের বেঙ্গালুরুতে গজনী এর তানোলী উপজাতিতে একাত্মভাবে একটি পাঠান আফগান অভিবাসী পিতা এবং ইরানি মাতার ঘরে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৬০, ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে সময়ে ৫০টির বেশি চলচ্চিত্রে কাজ করেন এবং ১৯৮০ সালের ব্যাবসাসফল চলচ্চিত্র “কুরবানি”তে অসাধারণ অভিনয়ের জন্য ভারতের সর্বশ্রেষ্ঠ পছন্দের অন্যতম একজন নায়ক হয়ে ওঠেন।
এ ছাড়াও তিনি উক্ত চলচ্চিত্রে পরিচালানার দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়াও খান কয়েকটি ভিন্নধারার চলচ্চিত্র পরিচালনা করে সফল হন; যেমন দয়াবান (১৯৮৮) এবং জানবাজ (১৯৮৬)।
তিনি ১৯৬৯ সালের চলচ্চিত্র “আদমী অর ইনসান”-এ অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সহকারী অভিনেতা পুরস্কার এবং ২০০০ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের মাধ্যমে তাকে সন্মানিত করা হয়।
ফিরোজ খান ২০০৯ সালেরে (২৭ এপ্রিল) ক্যান্সারের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। তার অসুস্থতার সময় তিনি বেঙ্গালুরুতে তার নিজের খামার বাড়িতে বিশ্রাম নেয়ার জন্য ফিরে আসেন।
তিনি তার মায়ের কবরের পাশে ব্যাঙ্গালরুতে সমাহিত হয়েছেন। তার সঙ্গে রয়েছেন তার নিকট পরিবার, প্রিয় বন্ধু এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।