10:58 pm, December 24, 2024

যাত্রা শুরুর দিনেই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ২১ দফা দাবি

প্রবাহ ডেস্ক :

আত্মপ্রকাশ করলো চলচ্চিত্রের বিভিন্ন অংশীজন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামের নতুন সংগঠন।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চলচ্চিত্র প্রযোজক সামসুল আলমকে আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক শাহীন সুমনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।  

সংগঠনটি শুরুর দিনেই অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা দাবি তুলে ধরে। একই সঙ্গে মেনিফেস্ট ঘোষণায় বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড বাতিলের দাবি জানানো হয়।  

ওই দাবির মধ্যে আরও থাকছে, সরকারিভাবে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা, ই-টিকেটিং, সিনেমা হল সংস্কার, চলচ্চিত্র নির্বাচনে ব্যাংক লোনের ব্যবস্থা, চলচ্চিত্র বিষয়ে অনার্স-মাস্টার্স কোর্স চালু, চলচ্চিত্র অনুদানের আগে শর্ট লিস্ট প্রকাশ, প্রকৃত প্রযোজক- পরিচালককে চলচ্চিত্র অনুদান প্রদান, বিতর্কমুক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, রাজনৈতিক কোটায় চলচ্চিত্র অনুদান প্রথা বন্ধ, বিশ্বমানের চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, ভূমিহীন চলচ্চিত্র কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক সামসুল আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ফোরামের যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ডিএ তায়েব, যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ওমর সানী, ফোরামের কার্যনির্বাহী সদস্য অভিনেতা আলীরাজ, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফোরামের যুগ্ম আহ্বায়ক নানা শাহ, ফোরামের যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র প্রযোজক এ জে রানা, যুগ্ম সদস্য সচিব সায়মন তারেক, চিত্রনায়ক হযরত আলী (ভূট্টো), চলচ্চিত্র প্রযোজক পিটার চৌধুরীসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক, চলচ্চিত্র প্রযোজক পরিচালক ইকবাল হোসেন জয়, ফোরামের যুগ্ম সদস্য সচিব, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভীন, কেয়া চৌধুরী, সারমিন আকতার, চলচ্চিত্র প্রযোজক আব্দুর রহমান, চলচ্চিত্র কাহিনীকার সমিতির সাধারণ সম্পাদক সানী আলম, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ফোরামের নির্বাহী সদস্য মনিরুল ইসলামসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img