প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইল জেলা সদর মসজিদ ও ইসলামী পাঠাগার মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা এডভোকেট বার সমিতি প্রাঙ্গণে রমজানের ক্যান্টিনে নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত (২ অক্টোবর) সংগঠণের পাঁচ উপদেষ্টার সর্বসম্মতিতে ত্রিবার্ষিক মেয়াদী ২৩ সদস্যের কমিটি গঠণ করা হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি শীতল আকন্দ, সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী ফকির, সহ-সভাপতি মাহমুদুল হক খান আরিফ, আনিসুর রহমান আনিস, সুভাষ চন্দ্র দে, সাধারণ সম্পাদক মোর্শেদুল হক খান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক, তানভীর হোসেন প্রিন্স, মির্জা তৌহিদুর রহমান (তানভীর), কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো.শাহ জালাল আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, মো. রুবেল মিয়া, দপ্তর সম্পাদক মো. আশরাফ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান (রাসেল), দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান (মিন্টু), প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম (সাইফুল), ধর্ম সম্পাদক মো. রাসেল হাসান,ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন (শাহিন), সদস্য লুৎফর রহমান, মো. ইয়াকুব হোসেন, মো. মান্নান তালুকদার ও সুজীত সরকার।
গত ২০২০ সালে টাঙ্গাইল জেলা সদর মসজিদ ও ইসলামী পাঠাগার মার্কেট ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠিত। বর্তমানের এর সদস্য সংখ্যা ৭৪ জন।