দেলদুয়ার প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় মিছিলে অংশ নেয়া মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতির সহযোগী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা- সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার একান্ত সহযোগী আব্দুল করিম (৩৫) ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর কুমুল্লী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বাবুল মিয়া (৫৮)।
উল্লেখ্য, গত (৫ আগস্ট) আ’লীগ সরকার পতনের পর উপজেলার পাথরাইল ইউনিয়নের পুঠিয়াজানী এলাকায় বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেয়ায় শুভকী পুঠিয়াজানি গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাওলানা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দ্বারা কোপানো হয়।
এ নিয়ে ওই ঘটনায় ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হলো। মামলার মূল আসামি জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।