প্রবাহ ডেস্ক :
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওরফে ভিপি নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার যথা সময়ে নির্বাচন দেবে। তার আগে নির্বাচন কমিশন ও নির্বাচনী পদ্ধতি সংস্কার করা হবে।
গণঅধিকার পরিষদ মনে করে- আগামি জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে।
অর্থাৎ যে রাজনৈতিক দল ১ শতাংশ ভোট পাবে- সেদল সংসদে তিনটি আসন পাবে। তা হলে কোন দলের একক মাতব্বরী থাকবেনা- সংসদে রাজনৈতিক দলগুলোর দ্বৈত্য-দানব হওয়ার সুযোগ থাকবেনা।
বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘যেই লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ গত ৫০ বছরে যারাই পালাক্রমে ক্ষমতায় ছিল- তারা সবাই পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করেছে। সব কিছুতে দলীয়করণ করার চেষ্টা করেছে। যেই দলই ক্ষমতায় যায়- দলের একটা আধিপত্য সমাজে বিস্তার করার চেষ্টা করে। ফলে তাদের দাপটে সাধারণ মানুষ প্রকৃত অর্থে অসহায় হয়ে পড়ে।
এটা শুধু হাসিনার জামানায় নয়- দেখাগেছে সবার সময়ই একই অবস্থা ছিল। শেখ হাসিনা আল্লাহ-খোদাকে ভয় করে নাই। নিজেকে যেভাবে আল্লাহ-খোদার পর্যায়ে নিয়ে মানুষকে দমন-পীড়ন চালিয়েছেন- তা অন্য কেউ করে নাই।
ভিপি নুর বলেন, সরকার ছয়টি সংস্কার কমিশন করেছে। কমিশন তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালিন সরকার যদি দেশকে একটা লাইনে নিতে পারে তাহলেই ভালো।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে আমরা জন্ম দিয়েছি। সরকারি চাকুরিতে একটা বৈষম্য ছিল- এটা পরিবর্তন দরকার ছিল।
এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য শাকিলুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সম্পাদক রাশেদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।