9:33 pm, December 23, 2024

টাঙ্গাইলে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব পালিত

প্রবাহ ডেস্ক :

“মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ “স্লোগানে আজ রবিবার (২০ অক্টোবর) থেকে বাজারে এসেছে দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকা।

এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকায় প্রকাশনা উৎসব পালন করেছেন।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব পালিত হয়েছে।

র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন ছিল এই প্রকাশনা উৎসবে। 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির ও জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দের যৌথ উদ্যোগে এই প্রকাশনা উৎসব আয়োজন করা হয়।

রবিবার টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।

এ সময় টাঙ্গাইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এবং দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শুভানুধ্যায়ীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

পরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, ডেইলি স্টার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা শাকিল, এনটিভির স্টাফ রিপোর্টার মহাব্বত হোসেন, একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, টাঙ্গাইল প্রবাহ এর নির্বাহী সম্পাদক ও নিউজ জি টাঙ্গাইল জেলা প্রতিনিধি অন্তু দাস (হৃদয়), দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধিবৃন্দ এবং টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img