9:40 pm, December 23, 2024

গোপালপুরে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রবাহ ডেস্ক :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যাকারী, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর পৌর শাখার আয়োজনে রবিবার (২০ অক্টোবর) সকালে গোপালপুর থানা চত্বরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বক্তব্য বলেন অনতিবিলম্বে জুলাই গণহত্যাকারী আসামিদের গ্রেফতার আইনের আওতায় আনার দাবি জানান, আরো বলেন অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে গোপালপুরের বিএনপি।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল এর সঞ্চালনায়, উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবু ঈসা মুনিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন, জাসাস এর সভাপতি মো. সোহানুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img