10:22 pm, December 23, 2024

বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: রফিকুল ইসলাম খান

প্রবাহ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।

গত ১৫ বছরের হত্যা, খুন, গুম, জুলুমসহ সকল নির্যাতনের জন্য হাসিনাকে এই ট্রাইব্যুনালেই বিচারের আওতায় আনতে হবে।

রবিবার (২০ অক্টোবর) বিকেল বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এদেশের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। হাসিনার প্রভু প্রতিবেশী রাষ্ট্র মতিউর রহমান নিজামীকে ও জামায়াতের রাজনীতিকে টার্গেট করেছিল। কারণ প্রতিবেশী রাষ্ট্র জানে দেশের সীমানা রক্ষার জন্য দেশে জামায়াতে ইসলামপন্থীরাই আগে জীবন দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান প্রমুখ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রায় ২৬ বছর পর বাসাইল উপজেলায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সমাবেশের আয়োজন করার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img