11:39 pm, December 24, 2024

টাঙ্গাইলে আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

আশা-শিক্ষা কর্মসূচির প্রসার , চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্তসহ ইত্যাদি লক্ষ্য সামনে রেখে টাঙ্গাইল জেলা ও গাজীপুর জেলার ৩০ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পৌর শহরের বিশ্বাস বেতকা এনজিও ফোরামে  এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আশা টাঙ্গাইল জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আশা’র শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।

এ সময় তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য , উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডিশনাল ম্যানেজার মোঃ আবেদ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আশা শিক্ষা অফিসার  মো: আমিনুল ইসলাম।

দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৪৯ টি ব্রাঞ্চে ১ হাজার ৪৯ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে।

এ ছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img