10:02 pm, December 23, 2024

নাগরপুরে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নাগরপুর প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে ছাত্রদের উপর হামলার মামলায় গ্রেফতার হয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যান।

সোমবার (২১ অক্টোবর) রাতে নাগরপুর সদর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ।

বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসাদুজ্জামান খান কিসলু (৫৮)নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বেকড়া গ্রামের মৃত. সাত্তার খানের ছেলে।

অভিযোগ ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়।

হামলার ঘটনায় মো. তাইজুল ইসলাম নামের এক ছাত্র ৬৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৭০/৮০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০২ তারিখ  ১৪/০৮/২৪ইং।

এ ব্যাপারে নাগরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে  গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img