12:35 am, December 25, 2024

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যায় জড়িত আরেক ডাকাত গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক :

কক্সবাজার চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহতের ঘটনায় মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামাল নামে আরো এক ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হন। ওই ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকে।

শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদলের কয়েকজনকে তাড়া করেন।

এ সময় ডাকাতরা তানজিম ছারোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল পৌর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের (৮ জুন) আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img