9:47 pm, December 23, 2024

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম

নাগরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলূ।

উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ন-আহবায়ক মো. ইকবাল কবীর, মো.আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো.জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img