9:49 pm, December 23, 2024

চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩.৯১ শতাংশ

প্রবাহ ডেস্ক :

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৪) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারের হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৪ বিলিয়ন টাকায়।

যা ২০২২-২৩ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে ছিল ১২ হাজার ১৬১ বিলিয়ন টাকা।

আর ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ, যা অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০৪ শতাংশ, ৪ দশমিক ৭৮ শতাংশ ও ৫ দশমিক ৪২ শতাংশ।

আর ২০২২-২৩ অর্থবছরে ৪র্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ,  যা অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ২৫ শতাংশ, ৭ দশমিক ০৫ শতাংশ ও ৩ দশমিক ০২ শতাংশ।

বিবিএস আরও জানায়, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ, যা অর্থবছরের ১ম, ২য় ও ৩য় কোয়ার্টারে ছিল শূন্য দশমিক ৩৫ শতাংশ, ৪ দশমিক ০৮ শতাংশ ও ৫ দশমিক ১৬ শতাংশ।

আর ২০২২-২৩ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ, যা অর্থবছরের ১ম, ২য় ও ৩য় কোয়ার্টারে ছিল শূন্য দশমিক ২২ শতাংশ, ৩ দশমিক ৮৩ শতাংশ ও ১ দশমিক ৯২ শতাংশ।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থিরমূল্যে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৭ শতাংশ, যা অর্থবছরের ১ম, ২য় ও ৩য় কোয়ার্টারে ছিল ৫ দশমিক ০৭ শতাংশ, ৫ দশমিক ৭৮ শতাংশ ও ৩ দশমিক ৮১ শতাংশ।

আর ২০২২-২৩ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৮২ শতাংশ, যা অর্থবছরের ১ম, ২য় ও ৩য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৪৩ শতাংশ, ৬ দশমিক ৩৭ শতাংশ ও ১ দশমিক ৪৫ শতাংশ।

এ ছাড়া, চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্পখাতের ৩ দশমিক ৯৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে বিবিএস জানায়, যা অর্থবছরের ১ম, ২য় ও ৩য় কোয়ার্টারে ছিল ৮ দশমিক ২২ শতাংশ, ২ দশমিক ৯১ শতাংশ ও ৬ দশমিক ২৫ শতাংশ।

আর ২০২২-২৩ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৬ শতাংশ, যা অর্থবছরের ১ম, ২য় ও ৩য় কোয়ার্টারে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ, ১০ দশমিক ৫৫ শতাংশ ও ৬ দশমিক ৯১ শতাংশ।

বিবিএস জানায়, আইএমএফের কোয়াটারলি ন্যাশনাল অ্যাকাউন্টস ম্যানুয়াল অনুযায়ী কোন কোয়ার্টারের জিডিপির ১ম প্রাক্কলনের সময় হালনাগাদ সব তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না বিধায় পরবর্তীতে হালনাগাদ তথ্য উপাত্তের প্রাপ্তিতে তা সংশোধনের প্রয়োজন হয়।

ফলে পূর্ববর্তী কোয়ার্টারের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়।

এ ছাড়াও ৪র্থ কোয়ার্টারে এসে ত্রৈমাসিক হিসাবে অনেক হালনাগাদ তথ্য উপাত্ত ব্যবহার করা হয়েছে বিধায় সংগত কারণে বিবিএসের বার্ষিক ভিত্তিতে প্রাক্কলিত।

এর আগে প্রকাশিত ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাবের সঙ্গে একই অর্থবছরের জন্য ত্রৈমাসিকভিত্তিতে প্রাক্কলিত চার কোয়ার্টারের সম্মিলিত জিডিপির পার্থক্য রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img