প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন বিএনপির দখলে।
গত (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ওই কার্যালয়টি দখলে নিয়ে তাদের দলীয় কার্যালয় বানিয়েছে বলে জানা গেছে। দখলের এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায়।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে গোড়াই ইউনিয়নের (৩ নং) ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বিদ্যালয়ের বেষ্টনী ঘেঁষে তারা দলীয় কার্যালয়টি নির্মাণ করেন। এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় আ.লীগ নেতাদের মধ্যে বিরোধ দেখা দিলেও ওই জায়গায় আওয়ামী লীগের কার্যালয় থেকে যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) শাখার সহসভাপতি আনোয়ার মাস্টার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালীন তিনি বিদ্যালয়ের জায়গা দখলে নিয়ে নিজের বাড়ি এবং দলীয় কার্যালয় নির্মাণ করেন।
গত (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর দখল হয়ে থাকা বিদ্যালয়ের জায়গায় আওয়ামী লীগের কার্যালয়টি বিএনপির দখলে চলে যায়। তারা কার্যালয়টি দখলে নিয়ে গোড়াই ইউনিয়ন (১ নং) ওয়ার্ড বিএনপির কার্যালয় করেছেন।
সরেজমিনের, আওয়ামী লীগের কার্যালয়টি এখন বিএনপির কার্যালয়। ভবনের সামনে বিএনপির দলীয় সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন (১ নং) ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ বলেন, এখানে আওয়ামী লীগের কার্যালয় ছিলো। তারা এখন দলীয় কার্যক্রম বাদ দিয়ে আত্মগোপনে আছে। আমরা এখন জায়গাটি দখলে নিয়েছি। ধীরে ধীরে বিদ্যালয়ের জায়গা ফিরিয়ে দেওয়া হবে।
এ দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম জানান, তিনি যোগদান করার পর বিদ্যালয়ের জায়গার কোন কাগজপত্র বুঝে পাননি।
এ প্রসঙ্গে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শর্মিষ্ঠা মজুমদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।