10:20 pm, December 23, 2024

সালাহউদ্দিনই হচ্ছেন জাতীয় দলের সহকারী কোচ!

প্রবাহ ডেস্ক :

২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। লম্বা সময় পর তাকেই আবার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে চাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

এক সময় বিকেএসপির খণ্ডকালীন ক্রিকেট কোচ ছিলেন সালাহউদ্দিন। ২০০৫ সালে যোগ দেন জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফারুক কারও নাম উল্লেখ না করে বলেন, জাতীয় দলের জন্য স্থানীয় একজন সহকারী কোচ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের আমন্ত্রণে মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে যান সালাহউদ্দিন। বোর্ড সভাপতির সঙ্গে সবকিছু নিয়ে তাঁর ইতিবাচক আলোচনার পর এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি।

সালাহউদ্দিন নতুনভাবে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। চুক্তির মেয়াদ এরপর বাড়ার সম্ভাবনাই বেশি।

সিমন্সের চুক্তির মেয়াদও আপাতত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।

কোচ হিসেবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে সালাহউদ্দিনের। যিনি সাকিব আল হাসানসহ অনেক তারকা ক্রিকেটারের গুরু। প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচদের একজন তিনি। তার অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img