6:40 pm, December 24, 2024

টাঙ্গাইল পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের পৌরসভার আশেকপুর এলাকার জলবদ্ধতা দূর করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, ওসমান গনি, স্কুল ছাত্র মারুফুল ইসলাম প্রমুখ।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে।

এতে প্রায় পাঁচ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বক্তরা।

অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img