প্রবাহ ডেস্ক :
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই “এই প্রতিপাদ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সখীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিসের সেমিনার কক্ষে এ বছর ইঁদুর নিধন অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
আজ বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট সেমিনার কক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলেের ছাত্র-শিক্ষক ও প্রান্তিক কৃষকের সমন্বয়ে ইঁদুর দমন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিবছর কৃষকের মাঠের ফসল সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়। কৃষকের ক্ষয়-ক্ষতি প্রতিরোধ ও নিরাপদ খাদ্য সংগ্রহের জন্য ইঁদুর নিধন অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিবছর মাঠের ফসল ব্যাপকভাবে ক্ষতি রোধে পরামর্শ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা কৃষি অফিসার, সমাজসেবা অফিসার, মৎস্য অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে সখীপুর উপজেলার কৃষি অফিসার নিয়ন্তা বর্মণ বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সংগ্রহের জন্য ইঁদুর দমন কার্যক্রম সফল করার উদ্দেশ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।