10:03 pm, December 23, 2024

আন্ত: ফুটবল টুর্নামেন্ট’ দ্বিতীয় বার চ্যাম্পিয়ন কম্পিউটার টেকনলোজি

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় ইলেকট্রনিক্স টেকনোলজিকে (১-০) গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি।

পরে দ্বিতীয়ার্ধে রাসেলের দেয়া গোলে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজিকে এগিয়ে নিয়ে যায়।

পরে আর কোন গোল না হওয়ায় কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আল-আমিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৭টি টেকনোলজি অংশগ্রহণ করে।

কম্পিউটার সাইন্স এন্ড টেকনলোজির ম্যানেজার ছিলেন, আব্দুল্লাহ আল শোয়াইব নিক্সন ও মেন্টর ছিলেন উৎপল কান্তি রায়।

এতে প্রধান অতিথি ছিলেন, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন।

এ সময় বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধানগণ ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img