প্রবাহ ডেস্ক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের (নাসির গ্রুপ) উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের (নাসির গ্রুপ) উদ্যোগে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং বিশেষ অতিথি বেনজির আহমেদ টিটু সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।
সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।