9:39 pm, December 23, 2024

কালিহাতীতে ৯ জুয়াড়ীসহ গ্রেপ্তার ১৯

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার মমিননগর গ্রামের আ. মালেক (৫৫), মো. মিন্টু(৪৫), কোকরাইল গ্রামের শাহআলম (৩০), রাব্বি(২৯), দ্ত্তগ্রামের আল আমিন (৩৫), বেহেলাবাড়ি গ্রামের জুলহাস (৩৫), মিজানুর (৪৫), রুবেল(৪৪), ফারুক মিয়া (৩৪)সহ বিভিন্ন মামলায় নারীসহ আরো ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে এসআই কামরুল ইসলাম, এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এস আই আছাদুজ্জামানসহ একদল পুলিশ শনিবার রাতে উপজেলার বেহেলাবাড়ি নদীর পাড়ে নাজমুলের বাড়ির সামনে ও মমিননগর জামতলার জামাল পাগলার পুকুর পাড়ে অভিয়ান চালিয়ে ওই ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও বিভিন্ন মামলার আরো ১০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার জানান, মাদকও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img