9:56 pm, December 23, 2024

ভূঞাপুরে এতিমখানার ছাত্র নিখোঁজ, সিয়ামের সন্ধান চায় শিক্ষকরা

ভূঞাপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রাহাত আহম্মেদ সিয়াম (১৪) নামে এক এতিমখানার ছাত্র ১ মাস ধরে নিখোঁজ রয়েছে।

সিয়ামকে খুঁজে না পেয়ে চরম হতাশায় ভুগছেন এতিমখানার শিক্ষক ও তার পরিবারের লোকজন।

সিয়াম ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের শাহজাহান দারুস সুন্নাহ এতিমখানা ও ভূঞাপুর ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মাদরাসা সূত্র জানা যায়, সিয়াম বাড়িতে যাওয়ার কথা বলে গত ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছুটি নেয়। ছুটি শেষে মাদরাসায় ফিরে না আসায় শিক্ষকরা তার বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারে সে বাড়িতে যায়নি।

পরে শিক্ষক ও পরিবারের লোকজন তার বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে তার কয়েক দিন পর মাদরাসার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এতিমখানার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, সিয়াম নিখোঁজের ১ মাস পার হয়েছে। আজও সে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।

পরে আমি নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা তার সন্ধান চাই। এ জন্য সবার সহযোগিতা চাচ্ছি এবং কেউ সিয়ামের সন্ধান পেলে ০১৭২৪-৫৭২৪২৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, সিয়াম নামে ছেলেটি নিখোঁজ হয়েছে। সে এর আগেও ২ বার নিখোঁজ হয়েছিল।

পরে তাকে কক্সবাজার ও জামালপুর থেকে মাদরাসা কর্তৃপক্ষ খুঁজে পায়। সম্প্রতি ছেলেটি বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয়।

পরে ছুটি শেষে মাদরাসাতে না ফিরে আসায় নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদসার সুপার একটি অভিযোগ দিয়েছেন। আমরা তার সন্ধানের জন্য কাযক্রম চালাচ্ছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img