10:04 pm, December 23, 2024

ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।

সাগরদিঘী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, দুই বন্ধু জুয়েল ও শাহাদত বুধবার সন্ধ্যায় জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারে ঘুরতে যান।

একপর্যায়ে হাজীগঞ্জ এলাকায় বাঁশবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।  

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img