9:58 pm, December 23, 2024

ভূঞাপুরে এবার প্রণোদনার সার ও সরিষা বীজ পাচ্ছেন ৬৮ হাজার কৃষক

প্রবাহ ডেস্ক :

রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে এবার টাঙ্গাইলে ১২ টি উপজেলায় ৬৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন।

যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়- টাঙ্গাইল সদরে ৯ হাজার ৭০০ হেক্টর, বাসাইলে ৮ হাজার ২০০ হেক্টর, কালিহাতীতে ৫ হাজার ৭০০ হেক্টর, ঘাটাইলে ৫ হাজার ৫৫০ হেক্টর, নাগরপুরে ১৫ হাজার ২০০ হেক্টর, মির্জাপুরে ১৪ হাজার ৯৫০ হেক্টর, মধুপুরে ২ হাজার ৬০০ হেক্টর, ভূঞাপুরে ৩ হাজার ৬০০ হেক্টর, গোপালপুরে ৬ হাজার হেক্টর, সখিপুরে ৩ হাজার ৬০০ হেক্টর, দেলদুয়ারে ৪ হাজার ৫০০ হেক্টর ও ধনবাড়ীতে ২ হাজার ৪০০ হেক্টর।

এতে সব মিলিয়ে ৮২ হাজার হেক্টর জমিতে এ বছর সরিষা চাষ হচ্ছে। গতবারের চেয়ে ৪৬০ হেক্টর বেশি।

প্রণোদনার মধ্যে রয়েছে- ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। 

 বুধবার (১৩ নভেম্বর) জেলার ভূঞাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরিষা বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ বলেন, সরিষা চাষাবাদে দেশের দ্বিতীয় জেলা টাঙ্গাইল।

চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ প্রণোদনা পাচ্ছেন। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এবার সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার ৭০০ মেট্রিক টন ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img