প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইটের ভাটায় কাজ করতে গিয়ে মিক্সার মেশিনে পড়ে হাফেজ মন্ডল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ মন্ডল ভূইয়াপুর উপজেলার চর বিহারী গ্রামের মৃত আবু সাঈদ মন্ডলের ছেলে।
প্র্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাফেজ মন্ডল ইট তৈরীর কাজে মাটি মিক্সচার করার সময় অসাবধানতাবশত মেশিনে পড়ে হাত পা পেচিয়ে গেলে হাফেজ এর ডাক চিৎকার শুনে অন্য শ্রমিকরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরবর্তীতে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি টিম এসে হাফেজকে পা কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইটভাটায় কাজ করার সময় মিক্সার মেশিনে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।